Wednesday, March 22, 2023

হলাল না ঝটকা লিখতে হবে পরিষ্কার করে, নতুন গাইডলাইন কেন্দ্র সরকারের

আউটলাইন বাংলা ডেস্ক: Agricultural and Processed Food Products Export Development Authority ( APEDA ) র তরফে হালাল শব্দটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ APEDA সোমবার রাতে এই শব্দটি বাদ দিয়ে নতুন দিশা নির্দেশ জারি করেছে৷ বেশ কিছুদিন ধরেই হলাল শব্দটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম প্রচার চলছিল।

ইসলাম ধর্মাবলম্বীদের কথা মাথায় রেখে পশুদের হলাল করে জবাই করার কথা লেখা হত। এখন বিভিন্ন হোটেল এবং রেস্তোঁরাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যে মাংসের পদ বিক্রি করছেন তাতে লিখে রাখতে হবে হলাল না ঝটকা৷ এই প্রস্তাব মঞ্জুর হয়ে গেলে রেস্তোঁরা ও মাংসের দোকানে একদম সামনে পরিষ্কারভাবে লিখে দিতে হবে কী ভাবে মাংস তাঁরা বিক্রি করছেন।

ইসলাম ধর্মাবলম্বীদের কথা মাথায় রেখে হালাল কথাটি লিখলেও হিন্দু ও শিখ ধর্মাবলম্বীদের নিয়ম অনুসারে হলাল মাংস খাওয়া নিষেধ। তাই সব রেস্তোঁরা হলাল মাংস বিক্রি করছে এটা তাদের জন্য বড় বার্তা হতে পারে বলে মনে করছে অনেকেই।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট