Friday, March 24, 2023

হ্যাকারদের কবলে এয়ার ইন্ডিয়ার ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য

Outlinebangla Desk: এবার সাইবার হামলার শিকার হলো এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী পরিষেবা সংস্থা। এয়ার ইন্ডিয়ার সার্ভার হ্যাক হওয়ার জেরে কমপক্ষে ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে। যার মধ্যে ডেবিট এবং ক্রেডিট কার্ডের তথ্য সহ একাধিক ব্যক্তিগত তথ্য রয়েছে।

বিমান সংস্থার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “২০১১ সালের ২৬ আগস্ট থেকে ৩ ফেব্রুয়ারী ২০২১ সালের সময়সীমার মধ্যে সংস্থার কাছে যত তথ্য নথিভুক্ত হয়েছিল, তা সবই হাতানো হয়েছে। যাত্রীদের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকিট এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরি গিয়েছে।”

এই ঘটনার পর বিমানযাত্রীদের তথ্যের সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি নজরে আসার পরই প্রয়োজনীয় সবরকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছে এই বিমান সংস্থা। তবে পরিবহন সংস্থার দাবি, “আমাদের সার্ভারে সিভিভি বা সিভিসি নম্বর সংরক্ষিত থাকে না। ফলে কোনও টাকা খোয়া যাওয়ার সম্ভাবনা নেই।” সার্ভার সুরক্ষিত করার পর অস্বাভাবিক কোন গতিবিধি নজরে আসেনি বলেই দাবি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট