আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্বে করোনা টিকাকরণ শুরু হয়ে গেছে। কিন্তু এবার মানুষের সাথে প্রাণীদেরও টিকা দেওয়া হয়েছে। প্রাণীজগতের ইতিহাসে প্রথম ওরাংওটাং পেল করোনার টিকা।
Karen নামে এক ওরাংওটাং, Great Apes এর মধ্যে প্রথম করোনার টিকা নিয়ে ইতিহাস সৃষ্টি করল। তবে এই প্রথম নয়, এর আগেও ইতিহাস সৃষ্টি করেছে এই, Karen। প্রাণীদের মধ্যে প্রথম এর ওপেন হার্ট সার্জারি হয় ১৯৯৪ সালে।
জানা গেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো চিড়িয়াখানায় চারটি ওরাংওটাং ও পাঁচটি বোনোবোসকে এই টিকা দেওয়া হয়েছে। সান ডিয়াগো ওয়াইল্ডলাইফ অ্যালিয়েন্সের বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তা নাদিন লামবারস্কি জানান, এর আগে প্রাণীদের ফ্লু ও হামের টিকা দেওয়া হয়েছে। তবে বিশ্বে এই প্রথম মানুষ ছাড়া অন্য কোনও প্রাণীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হল।