অপ্রয়োজনীয় প্রকল্পে ব্যয় না করে ভ্যাকসিন, অক্সিজেন ও অন্যান্য স্বাস্থ্যসেবাগুলিতে মনোনিবেশ করুক সরকারঃ Rahul Gandhi

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ প্রতিদিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। আক্রান্তের নিরিখে প্রতিদিনই রেকর্ড গড়ছে করোনা। দেশের ভয়াবহ করোনার কঠিন পরিস্থিতি নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ রাহুল গান্ধির (Rahul Gandhi)।

তিনি টুইট করে লিখেছেন, সম্প্রতি জনসংযোগ ও অপ্রয়োজনীয় প্রকল্পে ব্যয় না করে ভ্যাকসিন, অক্সিজেন এবং অন্যান্য স্বাস্থ্যসেবাগুলিতে মনোনিবেশ করার জন্য কেন্দ্রীয় সরকারকে আবেদন জানাচ্ছি। আগামীদিনে এই সঙ্কট আরও গভীর হবে। এবং মোকাবিলার জন্য দেশকে প্রস্তুত থাকতে হবে। বর্তমান দুর্দশা অসহনীয়!

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস