আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ নতুন কৃষি বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে ন’দফার বৈঠকের পরেও কোনরকম সমাধান সুত্র মেলেনি। তবে গতকাল অর্থাৎ বুধবার দশম দফার বৈঠকে, কৃষকদের দাবি কার্যত মেনে নেওয়ার পথেই কেন্দ্র। এদিন নতুন ৩ কৃষি আইন নিয়ে সরকার জানিয়েছে, এই কৃষি আইন আলোচনার মাধ্যমেই সমাধান হবে। এবং এই সমাধানের জন্য আগামী এক বা দেড় বছরের জন্য নতুন তিন কৃষি আইন স্থগিত রাখবে কেন্দ্র।
যদিও সরকারের এমন মন্তব্যে কোনো রকম মতপ্রকাশ করেনি আন্দোলনরত কৃষকরা। আজ ফের নিজেদের মধ্যে বৈঠক করবে কৃষক সংগঠন গুলি। এবং এ ব্যাপারে তাঁরা সিদ্ধান্ত নেবে। এবং চলতিমাসের আগামী ২২ জানুয়ারি একাদশ দফার বৈঠক সরকারকে জানাবেন কৃষকরা।
I feel that talks are progressing in the right direction and there is a possibility of finding a resolution on Jan 22: Union Agriculture Minister Narendra Singh Tomar https://t.co/QqChrpXL9E
— ANI (@ANI) January 20, 2021
বুধবার আন্দোলনরত কৃষক ও কেন্দ্রের দশম দফার বৈঠকে আলোচনায় কিছুটা স্বস্তির ছাপ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের মুখে। তিনি জানিয়েছেন, আগামী এক বা দেড় বছরের জন্য নতুন তিন কৃষি আইন স্থগিত রাখবে কেন্দ্র। এবং সরকারের এমন মন্তব্যে কৃষকরা চিন্তাভাবনা করতে প্রস্তুত। তারপর আগামী ২২ জানুয়ারি একাদশ দফার বৈঠকে নিজেদের সিদ্ধান্ত জানাবেন।
Govt has said it is ready to suspend the laws for one and half a year. In reply, farmers said that there is no point in suspending the laws and made it clear that we want the repeal of the laws: Farmer leader after tenth round of talks https://t.co/vYqeRuk2LV pic.twitter.com/K1tQN4TeHq
— ANI (@ANI) January 20, 2021