Outlinebangla Digital Desk: অতিমারী পরিস্থিতিতে বিপর্যস্ত দেশ। এই পরিস্থিতির কথা মাথায় রেখে আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়ালো কেন্দ্র। চলতি বছরের ৩১ জুলাই আয়কর রিটার্ন জমা করার শেষ তারিখ ছিল। এক ধাক্কায় তা দুই মাস বাড়ানো হল। নতুন ঘোষণা অনুযায়ী, তা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। এর পাশাপাশি ৩১ অক্টোবর থেকে অডিটের কাছে সময়সীমা বেড়ে হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত।
কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের তরফে জানানো হয়েছে, করোনা অতিমারীর কারণে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে নিয়ম-কানুন মেনে চলতে অসুবিধা হচ্ছে আয়করদাতাদের। সেই কারণেই আয়কর বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য ৭ জুন থেকে একটি নতুন পোর্টাল চালু করা হবে। বর্তমান পোর্টালটি ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে। নতুন পোর্টালে কাজ করতে সুবিধা হবে করদাতাদের।
Income Tax Dept to launch its new e-filing portal https://t.co/EnjpOJOOyj on 7th June, 2021. Existing ITD portal https://t.co/qkVZs3t0mg would not be available to taxpayers/other stakeholders for a brief period of 6 days, from 1st June, 2021 to 6th June, 2021: Income Tax Dept pic.twitter.com/9KU3eJH3NZ
— ANI (@ANI) May 20, 2021