Wednesday, March 22, 2023

প্রথা অনুযায়ী বিশ্বভারতীতে হলকর্ষণ অনুষ্ঠান, উপস্থিত রাজ্যপাল

নিজস্ব সংবাদদাতা, শান্তিনিকেতন: বিশ্বভারতীর শান্তিনিকেতনে হলকর্ষণ অনুষ্ঠানে এলেন সস্ত্রীক রাজ্যপাল । এদিন সকাল ৮ টা ৪০ মিনিটে বিশ্বভারতীর শ্রীনিকেতন পল্লী শিক্ষা ভবনের মাঠে  রাজ্যপালের হেলিকপ্টার এসে পৌঁছায়। সস্ত্রীক রাজ্যপালকে স্বাগত জানান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায়।

 

governor at bolpur santiniketan 2
Governor, WB

সেখান থেকে শ্রীনিকেতন মাঠে হলকর্ষণ অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল তথা বিশ্বভারতীর রেক্টর জগদীপ ধনকড়। রাজ্যপাল জগদীপ ধনকর জানান “আমি যতবার বীরভূমের শান্তিনিকেতনে এসেছি আমি উদ্বুদ্ধ হয়েছি।রবীন্দ্রনাথঠাকুর ভারত মাতার এমন এক সন্তান যার জন্য সারা বিশ্বের কাছে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি”

 

halkarshan utshab bolpur
Halkarshan Utsav, bolpur

এদিন তিনি আরও জানান যে, সংবাদমাধ্যম করোনা যোদ্ধা হিসেবে যেভাবে কাজ করে চলেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতরত্নপ্রাপ্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখার্জীর দ্রুত আরোগ্য কামনা করেন ও জানান তার দৃঢ় বিশ্বাস তিনি ফের দেশের কাজে নিজেকে নিয়োজিত করবেন।

 

governor at bolpur santiniketan
Governor at Bolpur

জন্মাষ্টমী প্রসঙ্গে তিনি বলেন, “ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন আমাদের ধর্ম এবং কর্ম সম্বন্ধে জ্ঞান দেন যা তিনি মহাভারতের অর্জুনকে প্রদান করেছিলেন।“

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট