কমছে না স্বল্প সঞ্চয়ে সুদের হার, নির্দেশিকা জারির ১২ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার কেন্দ্রের

আউটলাইন বাংলা ডেস্কঃ সুদের হার কমানোর পর ১২ ঘণ্টা কাটতে না কাটতেই নয়া সুদের হার পত্যাহার করে নিল কেন্দ্র। ২০২০-২০২১ অর্থবর্ষে স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে যে সুদ মিলছিল, তাই বলবৎ থাকবে। ২০২১-এর মার্চে যে হারে সুদ মিলছিল, তেমনটাই থাকবে। এমনটাই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং দাবি করা হয়, হঠাৎ করে ভুলবশত অর্থ মন্ত্রকের পক্ষ থেকে স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস