ভোটের মুখে কেন্দ্র নিয়ে এল ‘Mera Ration’ অ্যাপ, কি কি সুবিধা পাবেন জেনে নিন

আউটলাইন বাংলা ডেস্কঃ এক দেশ এক রেশন কার্ড (One Nation-One Ration Card) এর ভাবনাকে প্রাধান্য দিয়েই নয়া অ্যাপ লঞ্চ করল কেন্দ্রীয় সরকার। এই নতুন অ্যাপের নাম হল ‘Mera Ration’ (মেরা রেশন)। NIC-র সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্রীয় সরকার এই নয়া অ্যাপটি ডেভেলপ করেছে।

‘Mera Ration’ (মেরা রেশন) অ্যাপের মাধ্যমে নিকটবর্তী রেশন দোকানের সমস্ত তথ্য জানতে পারবেন দেশবাসী। সাথে সাথে রেশনে কি কি পন্য দেওয়া হচ্ছে তাও জানা যাবে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার কাছাকাছি যে কোন রেশন দোকান থেকে ন্যায্য দামে রেশন তুলতে পারবেন।

Government launches 'Mera Ration' mobile app

‘Mera Ration’ (মেরা রেশন) অ্যাপ লঞ্চ করার পর ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন-এর সেক্রেটারি সুধাংশু পাণ্ডে বলেছেন, 2019 সালের অগাস্ট মাসে দেশের চারটি রাজ্যে এক দেশ এক রেশন কার্ড সিস্টেম চালু হয়ে গিয়েছে। এবং 2020 সালের ডিসেম্বর মাসের মধ্যে বেশকিছু রাজ্যে চালু হয়ে গিয়েছে। এছাড়াও তিনি জানান খুব শীঘ্রই ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক দেশ এক রেশন কার্ড পরিষেবা চালু হবে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,918FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস