Friday, March 31, 2023

Durga Puja 2021: দুর্গোৎসবের আগেই বাঙালির মন জয়, Google এর বিশেষ টুইট ‘পুজো পুজো গন্ধ’

Outlinebangla Digital Desk: আজ চতুর্থী (Durga Puja 2021)। সকাল থেকেই আকাশ জুড়ে ভাসা মেঘ, কাশ ফুল ও শিউলি ফুল সব মিলিয়ে বাঙালি অনুভব করছে পুজো পুজো গন্ধ। আসলে দূর্গাপুজা বাঙালির মিলনের উৎসব। পুজোর ঠিক আগে সমগ্র বাঙালির মনের কথা বলে দিল গুগল (Google)। আজ গুগল ইন্ডিয়ার (Google India) তরফে ট্যুইটারে একটি পোস্ট করা হয়েছে।

ওই পোস্টে লেখা’পুজো পুজো গন্ধ।’ বলা চলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজাকে (Durga Puja 2021) নিয়ে এবার বাঙালিয়ানায় গা ভাসল গুগল (Google)।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট