‘নববর্ষের প্রাক্কালে’ গুগলের বিশেষ ডুডল, দেখে নিন এক নজরে

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ হাতে গোনা কয়েক ঘণ্টার অপেক্ষা, ঘড়ির কাঁটা রাত ১২টা পার হলেই ২০২১ সালকে (New Year 2021) স্বাগত জানাবে বিশ্ববাসী। আজ ৩১ ডিসেম্বর, আমরা অনেকেই জানি বছরের এই শেষ দিন সারা বিশ্বে নিউ ইয়ার্স ইভ (New Year’s Eve) পালিত হয়। এই বিশেষ দিনটির জন্য গুগল (Google) বিশেষ ডুডল (Doodle) বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

এই বিশেষ দিনটির জন্য গুগল একটি পুরানো ফ্যাশন বার্ড হাউজ-ঘড়ির সঙ্গে ডুডল তৈরি করেছে, যেখানে দেখা যাচ্ছে, ডুডলে ‘গুগল’ র অক্ষরগুলি বিভিন্ন বর্ণের আলোতে সজ্জিত রয়েছে। যাতে লেখা রয়েছ ২০২০ সাল। ফ্যাশন বার্ড হাউজ-ঘড়ির মধ্যে গণনা শুরু হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা মধ্যরাত ১২টা ছুঁলেই নতুন বছরের ডানা ছড়িয়ে দেবে!
happy new year eve

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,919FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস