Wednesday, March 22, 2023

সরকারি নির্দেশ মতে ৫৯টি চিনা অ্যাপ ব্লক করে দিল গুগল প্লে স্টোর

আউটলাইন বাংলা ডেস্কঃ সোমবার রাতে চিনের ৫৯টি অ্যাপ (App) ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে সিদ্ধান্ত নেওয়ার ৭২ ঘণ্টা কাটার আগেই এই ৫৯টি অ্যাপকে (App) প্লে স্টোর থেকে সরিয়ে নিল গুগল (Google)। তবে এ বিষয়ে গুগল (Google) জানিয়েছে তারা সরকারের নির্দেশ অনুযায়ী প্লে স্টোর থেকে সমস্ত অ্যাপ সরিয়ে নিয়েছে।

৫৯টি অ্যাপকে (App) কে স্টোর থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে প্রত্যেক ডেভেলপারদেরও জানিয়ে দিয়েছে গুগল। অ্যাপ (App) গুলি নিষিদ্ধ করার পিছনে কেন্দ্রের অভিযোগ ছিল অ্যাপগুলি ভারতের ব্যবহারকারীদের তথ্য চুরি করছে। শুধু তাই না ভারতের সার্বভৌমত্ব, প্রতিরক্ষার পক্ষে ক্ষতিকর৷

জানা গিয়েছে ৫৯টি অ্যাপ (App) ব্যবহারের উপর নিষেধাজ্ঞার পরেও বেশ কিছু অ্যাপ (App) প্লে স্টোরে পাওয়া যাচ্ছিল, তবে গুগল প্লে স্টোর থেকে ব্লক করে দেওয়ায় আর কোনো ভাবেই পাওয়া যাবে না অ্যাপ (App) গুলি।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট