Friday, March 24, 2023

গুগলে ‘India National Cricket Team’ লিখে সার্চ করুন আর চমকে যান

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। এই ঐতিহাসিক জয়ের পর শুধু ভারত না গোটা বিশ্ব ভারতীয় ক্রিকেট দলের প্রশংসায় পঞ্চমুখ। এই জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছে গুগুল ইন্ডিয়া (Google India)।

গুগলে গিয়ে ‘India National Cricket Team’ লিখে সার্চ করলেই পেজে ভেসে উঠবে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পরিসংখ্যান। এখানেই শেষ না রয়েছে আরও চমক, এরপর পেজে আতসবাজির রোশনাই ভরে উঠবে।

গুগুল ইন্ডিয়া (Google India) তরফে একটি টুইটও করা হয়েছে, যেখানে লেখা রয়েছে, ‘India National Cricket Team’ লিখে সার্চ করুন আর অবাক হন। এছাড়াও গুগলের সিইও সুন্দর পিচাই ভারতীয় ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট