HomeবিবিধChuchura local news: প্রেম করার অপরাধে উদুম ক্যালানি মা বাবার, হাসপাতালে নিয়ে...

Chuchura local news: প্রেম করার অপরাধে উদুম ক্যালানি মা বাবার, হাসপাতালে নিয়ে গেল প্রেমিক

Outlinebangla Desk: রবিবার দুপুরে হুগলি জেলার চুঁচুড়ায় দশম শ্রেণীর এক নাবালিকাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধর করল তাঁর বাবা-মা। প্রেমিকের সাথে সম্পর্কচ্ছেদ করতে বলার পরও সে করেনি। সেই রাগে এই অত্যাচার করেন তাঁরা। ফলে জ্ঞান হারায় নাবালিকা। ওই অবস্থায় তাঁর প্রেমিক তাঁকে উদ্ধার করে নিয়ে যায় চুঁচুড়া সদর হাসপাতালে।

জানা গেছে, বছর কয়েক আগে চুঁচুড়া কাপাসডাঙ্গা এলাকার বাসিন্দা এক নাবালকের সঙ্গে চুঁচুড়া কামারপাড়া বাসিন্দা ওই নাবালিকার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করার। কিশোরের পরিবার থেকে মেনে নিলেও কিশোরীর বাবা-মা এই সম্পর্ক মানতে চাননি। অভিযোগ, রবিবার দুপুরে চুঁচুড়া থানার কাছে ঘড়ির মোড় এলাকায় নাবালিকার বাবা-মা মেয়েকে তাঁর প্রেমিকের সাথে গল্প করতে দেখে রেগে যান। প্রেমিকের সামনেই রাস্তার উপর ফেলে মারতে থাকেন। মারধরের কারণে জ্ঞান হারায় কিশোরী।

এইসব শুনে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে নাবালিকা রক্ষা পেলেও জ্ঞান হারায়। চোখের সামনে প্রেমিকার জ্ঞান হারানো দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি কিশোর। চুঁচুড়া থানার আইসির সহযোগিতায় প্রেমিক তাঁকে কোলে তুলে টোটোয় চাপিয়ে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়।

এই মুহূর্তে