Homeসমসাময়িক২ টাকার কয়েন হতে উঠতে পারে ভাগ্য বদলের দিশারী, পেতে পারেন ৫...

২ টাকার কয়েন হতে উঠতে পারে ভাগ্য বদলের দিশারী, পেতে পারেন ৫ লাখ!

Outlinebangla Digital Desk: এবার মাত্র ২ টাকার বিনিময়ে ৫ লক্ষ টাকার মালিক হতে পারেন। কথাটা শুনতে আজগুবি মনে হলেও একবারে বাস্তব। যদি আপনার কাছে পুরনো টাকা বা কয়েন থাকে তাহলে সেগুলির পরিবর্তে লাখপতি হতে পারেন। সম্প্রতি Quikr সংস্থা এই নতুন অফার নিয়ে এসেছে সবার জন্য। এই সংস্থা সাধারণত পুরনো নোট কিংবা কয়েনের লেনদেন করে থাকে।

তবে Quikr সংস্থার তরফে শর্ত দেওয়া হয়েছে, ২ টাকার কয়েনটি ১৯৯৪,১৯৯৫,১৯৯৭ বা ২০০০ সালের হতে হবে। যারা এই ব্যাপারে ইচ্ছুক সেই ব্যক্তিরা Quikr পোর্টালে গিয়ে নাম রেজিস্টার করাতে পারবেন। এরপর নিজের সংগ্রহ করা পুরনো নোট বা কয়েনের উভয় পিঠের ছবি তুলে আপলোড করতে হবে। তার সাথে দিতে হবে নিজের পোস্টাল অ্যাড্রেস, মোবাইল নম্বর, ই-মেল আইডি।যে ব্যক্তি সেই নোট বা কয়েন কিনতে চান তিনি যোগাযোগ করে নেবেন।

প্রসঙ্গত, ১৯৮২ সালে ভারতে প্রথম দুই টাকার কয়েন চালু হয়। কপার এবং নিকেল ধাতুর সংমিশ্রণে বানানো হত এই কয়েন। সেই কয়েন বিক্রি করেই লাখপতি হতে পারবেন। সেই সুযোগ এনে দিয়েছে Quikr।

এই মুহূর্তে