আউটলাইন বাংলা ডেস্কঃ পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে ‘‘গাড়ি দু্র্ঘটনা হতেই পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে। পুলিশ তাকে আত্মসমর্পণ করতে বলার পরেও সে গুলি চালায়। বাধ্য হয়ে পাল্টা গুলি চালায় পুলিশ।‘’
মধ্যপ্রদেশে গ্রেফতার হওয়ার পর কানপুরে আনার কথা ছিল বিকাশ দুবে কে। আনার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু পৌঁছনোর আগেই শুক্রবার সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হল বিকাশ। গাড়ি উল্টে যাওয়ার পর একটি পিস্তল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ। পুলিশ তাকে আত্মসমর্থন করতে বললে, পুলিশকর্মীদের দিকে গুলি ছোঁরে সে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে উঠছে অনেক প্রশ্ন। কনভয়ে মধ্যে কিভাবে বিকাশের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল তা এখনও জানা যায়নি। তার হাতে কী হাতকড়া পরানো ছিল, নাকি ছিল না এই নিয়ে উঠেছে প্রশ্ন। অখিলেশ যাদব তার টুইটারে লিখেছেন, “আসলে এই গাড়ি উল্টে যায়নি। এই গাড়ি না উল্টে গেলে সরকার উল্টে যেত।”