স্বাস্থ্যকর খাবার মিলবে মাত্র ১ টাকায়, ক্ষুধার্তদের পেট ভরাতে অভিনব ক্যান্টিন গম্ভীরের

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ এক অভিনব ক্যান্টিন খুললেন ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে আসা দিল্লির (Delhi) বিজেপি (BJP) সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই ক্যান্টিনে একদম স্বাস্থ্যকর খাবার মিলবে মাত্র একটাকায়। ক্যান্টিনটির শুভ সূচনার পরই জানিয়ে দেন, এই ক্যান্টিনের মূল উদ্দেশ্য হল ক্ষুধার্ত মানুষদের পেট ভরানো।

এই অভিনব ক্যান্টিনের নাম দেওয়া হয়েছে নাম “জন রসুই।” ক্যান্টিনটি অবস্থিত পূর্ব দিল্লির নিউ অশোকনগরে। গতকাল অর্থাৎ মঙ্গলবার “জন রসুই” এর সূচনা করে গৌতম গম্ভীর (Gautam Gambhir), সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত পাণ্ডা।

এদিন গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেন, আমি কোনো রকম নাটক করতে রাজনীতিতে আসিনি। এবং বলেন আমার একমাত্র লক্ষ্য পরিবর্তন। আর সেটাই করছি আমি। এদিন তিনি বলেন দেশের বহু মানুষ না খেয়ে দিন অতিবাহিত করে দেয়, তাঁদের জন্য এই ক্যান্টিন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত পাণ্ডা গম্ভীরের (Gambhir) প্রশংসায় পঞ্চমুখ। এদিন তিনি ক্যান্টিনের খাবার চেকে দেখেছেন বলেও জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস