আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ এক অভিনব ক্যান্টিন খুললেন ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে আসা দিল্লির (Delhi) বিজেপি (BJP) সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই ক্যান্টিনে একদম স্বাস্থ্যকর খাবার মিলবে মাত্র একটাকায়। ক্যান্টিনটির শুভ সূচনার পরই জানিয়ে দেন, এই ক্যান্টিনের মূল উদ্দেশ্য হল ক্ষুধার্ত মানুষদের পেট ভরানো।
এই অভিনব ক্যান্টিনের নাম দেওয়া হয়েছে নাম “জন রসুই।” ক্যান্টিনটি অবস্থিত পূর্ব দিল্লির নিউ অশোকনগরে। গতকাল অর্থাৎ মঙ্গলবার “জন রসুই” এর সূচনা করে গৌতম গম্ভীর (Gautam Gambhir), সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত পাণ্ডা।
Great batsmen…Superb leader✌
Gautam gambhir started free kitchen where nutritious thali will be served at rs-1👌#GambhirFightsHunger pic.twitter.com/CqauilmBKs— Anupam kant mishra (@AnupamKantMish5) February 9, 2021
এদিন গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেন, আমি কোনো রকম নাটক করতে রাজনীতিতে আসিনি। এবং বলেন আমার একমাত্র লক্ষ্য পরিবর্তন। আর সেটাই করছি আমি। এদিন তিনি বলেন দেশের বহু মানুষ না খেয়ে দিন অতিবাহিত করে দেয়, তাঁদের জন্য এই ক্যান্টিন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত পাণ্ডা গম্ভীরের (Gambhir) প্রশংসায় পঞ্চমুখ। এদিন তিনি ক্যান্টিনের খাবার চেকে দেখেছেন বলেও জানা গিয়েছে।
Gautam Gambhir is a Superhero. He is providing food for ₹1 only to needy people. Such a gem person he is!❤️❤️
#GambhirFightsHunger pic.twitter.com/PiVhR1xd8N— Prateek Kalya (@introvertisssm) February 9, 2021
Gautam Gambhir opened free kitchen to serve Nutritious thaali at only 1 rs. He's work is truly remarkable for needy#GambhirFightsHunger pic.twitter.com/cq2l9i0mRE
— Aditi 🤓 (@Sev_Khamani) February 9, 2021