আসানসোলে হিন্দু বৃদ্ধের শেষকৃত্য সেরে সম্প্রীতির নজির গড়লেন মুসলিমরা

আউটলাইন বাংলা ডেস্ক: মুসলিম গ্রামে একটি মাত্র হিন্দু পরিবার। সংখ্যালঘু সেই হিন্দু পরিবারের বিপদে পাশে দাঁড়ালেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রতিবেশীরা। সহায় সম্বলহীন বৃদ্ধের মৃত্যুর পর সৎকারের দায়িত্ব নিলেন গ্রামবাসীরা। দেহ কাঁধে শ্মশান পর্যন্ত গেলেন প্রতিবেশীরা। তারপর হিন্দু রীতি মেনে হল সৎকারের কাজ। জামুড়িয়ার কাছে অজয় নদের ধারে এই গ্রাম।

মৃত বৃদ্ধের নাম রামধনু রজক। তাঁর তিনছেলের মধ্যে দু-জন কর্মসূত্রে থাকেন রাজ্যের বাইরে। এক ছেলে মানসিক বিকারগ্রস্ত। দুই মেয়ে বিবাহিত, থাকেন অনত্র। শনিবার তিনি অসুস্থ হয়ে পড়লে দুর্গাপুরের হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। শেষ পর্যন্ত রানীগঞ্জের এক হাসপাতালে ভর্তির পর তাঁর মৃত্যু হয়।

মৃত বৃদ্ধের ছেলে রামবিলাস রজক বলেন, “আমাদের আদি বাড়ি বিহারে হলেও আমরা সবাই জামুড়িয়াতেই থাকি। বৃদ্ধ বাবাকে ছেড়ে আমরা বাইরে কাজ করতে গিয়েছিলাম আবদুল চাচা, রহমত উদ্দিন, আতাউদ্দিন চাচাদের ভরসায়। বিপদের দিনে শেষ পর্যন্ত তাঁরাই পাশে দাঁড়াল।“ সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে তা হয়তো এই গ্রাম থেকে আমাদের বোঝা উচিত।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস