Friday, March 31, 2023

ত্রিকোন প্রেমের জেরে বন্ধুকে খুন করে পলাতক বন্ধু

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: ত্রিকোন প্রেমের জেরে অপর বন্ধু কে গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে খুন করলো তারই বন্ধু। মৃতের নাম জাকির হোসেন সেখ। চাঞ্চল্য কর ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মুরারই ২নম্বর ব্লকের পাইকর থানার অন্তর্গত কলহ পুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই বন্ধু বাবু সেখ ও জাকির হোসেন সেখ একই জায়গায় কাজ করতেন সেখানেই এক আদিবাসী মহিলার সঙ্গে জাকির হোসেন সেখের সম্পর্ক ছিল। সে নিয়মিত ওই মহিলার সঙ্গে মেলামেশা করতো। অপরদিকে ওই মহিলার সঙ্গে সম্পর্ক করতে শুরু করেন জাকির হোসেন সেখের বন্ধু বাবু সেখ।

গতকাল রাত্রে জাকির হোসেন সেখ ওই মহিলাকে তার নিজের বাড়িতে নিয়ে আসেন, নিয়ে আসার খবর পেয়ে বন্ধু বাবু সেখ জাকির হোসেন সেখের বাড়িতে গিয়ে বন্ধুর উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। তাকে বাড়ির লোকজন সঙ্গে সঙ্গে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনার পর বাবু সেখ পলাতক। ঘটনার তদন্তে নেমে ঐ আদিবাসী মহিলাকে গ্রেফতার করেছে পাইকর থানার পুলিশ।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট