18 special express trains will run WB: সোমবার থেকে রাজ্যে চলবে ১৮ টি এক্সপ্রেস স্পেশাল ট্রেন,জালাল পূর্ব রেল

Outlinebangla Desk: এপ্রিল মাসে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল। সেই পরিস্থিতি সামলাতে একাধিক স্পেশাল ট্রেনকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল পূর্ব রেল। কিন্তু করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এবার সেই সকল ট্রেন পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।সোমবার অর্থাৎ আজ থেকে ৯ জোড়া স্পেশাল ট্রেন চালু করছে পূর্ব রেল। যা বাংলার মধ্যেই চলাচল করবে। তবে ১৮ টি ট্রেনের মধ্যে কয়েকটি রোজ চলবে।কয়েকটি সপ্তাহের নির্দিষ্ট দিনে চলবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ১৮ টি ট্রেনের নাম।

(১) ০২৩৮৪ আসানসোল-শিয়ালদহ এবং ০২৩৮৩ শিয়ালদহ-আসানসোল চালু হবে ৫ জুলাই থেকে। রবিবার ছাড়া রোজই চলবে এই ট্রেন।
(২) ০৩৫০২ আসানসোল-হলদিয়া এবং ০৩৫০১ হলদিয়া-আসানসোল চালু হবে ৫ জুলাই থেকে। রবিবার ছাড়া রোজই চলবে এই ট্রেন।
(৩) ০৩৫০৬আসানসোল-দিঘা এবং ০৩৫০৫ দিঘা-আসানসোল চালু হবে ১১ জুলাই থেকে। শুধুমাত্র রবিবার চলবে এই স্পেশাল ট্রেনটি।

(৪) ০৩৪২২ মালদহ টাউন-নবদ্বীপধাম চালু হবে ৫ জুলাই থেকে এবং ০৩৪২১ নবদ্বীপধাম-মালদা টাউন চালু হবে ৬ জুলাই থেকে। প্রতিদিন চলবে এই স্পেশাল ট্রেন।
(৫) ০৩১১৭ কলকাতা-লালগোলা চালু হবে ৬ জুলাই থেকে। এই ট্রেনটি চলবে মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রুবার এবং শনিবার। ০৩১১৮ লালগোলা-কলকাতা এক্সপ্রেস চালু হবে ৭ জুলাই থেকে। এই ট্রেনটি চলবে সোমবার, বুধবার, শুক্রুবার এবং শনিবার।
(৬) ০৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ চালু হবে ৫ জুলাই এবং আজিমগঞ্জ-হাওড়া চালু হবে ৬ জুলাই থেকে। প্রতিদিন চলবে এই ট্রেনটি।

(৭) হাওড়া-আজিমগঞ্জ এবং আজিমগঞ্জ-হাওড়া আরও একটি ট্রেন চলবে। ০৩০১৭ হাওড়া-আজিমগঞ্জ এবং ০৩০১৮ আজিমগঞ্জ-হাওড়া চলবে ৮ জুলাই থেকে।
(৮) ০২৩৪৭ হাওড়া-রামপুরহাট এবং ০২৩৪৮ রামপুরহাট-হাওড়া চালু হবে ৮ জুলাই থেকে। প্রতিদিন চলবে এই ট্রেন।
(৯) ০৩০০১ হাওড়া-সিউড়ি এবং ০৩০০২ সিউড়ি-হাওড়া দুটি চালু হবে ৮ জুলাই থেকে। প্রতিদিন চলবে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,919FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস