দেশপ্রেমিক ক্ষুদিরাম বসু শুধু বাংলার নয়, গোটা দেশের গর্বঃ শাহ

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মেদিনীপুর সফরে এসে প্রথমেই হাবিবপুরে শহিদ ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেয় পৌঁছলেন। দেশের মহান মুক্তিযোদ্ধা ক্ষুদিরাম বসুর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুক্ষন কথাও বলেন, এর পাশাপাশি বিপ্লবী দেশপ্রেমিক ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দেন তিনি। এবং ক্ষুদিরাম বসুর জন্ম ভিটের মাটি মাথায় নেন।

স্বাধিনতা সংগ্রামী শহিদ ক্ষুদিরাম বসুর বাড়ি থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ক্ষুদিরাম বসুদের মতো সংগ্রামী মানুষদের জন্য বাঁচতে পারছি। শহিদ ক্ষুদিরাম বসু শুধু মাত্র বাংলার নয়, তিনি গোটা দেশের গর্ব। তিনি যাতটা বাংলার ততটাই ভারতের। তাঁর এই আত্মত্যাগ ভারতবর্ষকে স্বাধীনতা লাভের জন্য কয়েকধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস