Friday, March 24, 2023

করোনা মহামারীর কঠিন লড়াইয়ে ভারতের পাশে এবার ফ্রান্সও

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনা মহামারীর কঠিন লড়াইয়ে এবার ভারতের পাশে ফ্রান্স (France)। করোনা পরিস্থিতিতে সারাদেশে অক্সিজেনের (Oxygen) সংকট দেখা দিয়েছে। অক্সিজেনের (Oxygen) অভাবে অনেকে প্রাণ হারিয়েছেন। তবে এবার অক্সিজেনের (Oxygen) ঘাটতি মেটাতে উচ্চক্ষমতাসম্পন্ন অক্সিজেন জেনারেটর সহ তরল অক্সিজেন, ২৮টি ভেন্টিলেটর ও আইসিউয়ের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাচ্ছে ফ্রান্স। কিছুদিনের মধ্যে ভারতে এসে পৌঁছাবে সমস্ত সরঞ্জাম। এমনটাই টুইট করে জানিয়েছেন ভারতের ফরাসি অ্যাম্বাস্যাডর ইমানুয়েল লিনেন।

জানা গিয়েছে, ভারতের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির জন্য ফরাসি সংস্থাগুলির সঙ্গে হাতমিলিয়ে ‘সলিডারিটি মিশন’-এর অধীনে ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাকরোঁ (Emmanuel Macron) সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই উদ্যগে ভারতকে সাহায্য করেছে ফরাসি কোম্পানিগুলি ও ইউরোপীয় ইউনিয়ন।

ফ্রান্স ভারতকে ৮টি অক্সিজেন জেনারেটর পাঠাবে। যা হাসপাতাল গুলিকে আগামী ১০ বছরের জন্য স্বনির্ভর করে তুলবে। এছাড়াও এক একটি জেনারেটর ২৫০ বেডের জন্য অক্সিজেন উৎপাদন করতে পারবে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট