পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় গান স্যালুটে শেষ বিদায় জানানো হল প্রাক্তন রাষ্ট্রপতিকে

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় গান স্যালুটের (Gun Salute) মধ্যে দিয়ে শেষ বিদায় (Last Rites) জানানো হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে (Pranab Mukherjee)। পরিবারের সদস্যরাই পিপিই কিট পরে করোনা সতর্কবিধি মেনে দিল্লির লোধি রোড মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে (Pranab Mukherjee) শেষ শ্রদ্ধা নিবেদন করেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

প্রাক্তন রাষ্ট্রপ্রতির প্রয়াণে গোটা দেশজুড়ে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। সংবাদ মাধ্যম সূত্রে খবর সরকারি বিশিষ্টজনেরা আজ সকালে প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানান। এবং তারপর শ্রদ্ধা জানান সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট গুনি জনেরা। সব শেষে প্রনব মুখার্জিকে শ্রদ্ধা জানান সাধারণ জনগণ।

গতকাল অর্থাৎ সোমবার দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে প্রাক্তন রাষ্ট্রপতি বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান, এবং মস্তিষ্কে আঘাতের কারনে ১০ আগস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এর পরই বেশ কিছু রুটিন পরিক্ষার পরেই প্রাক্তন রাষ্ট্রপতির কোভিড রিপোর্টও পজিটিভ আসে। এবং পরে যাওয়ার ফলে মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এর পরে গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। দীর্ঘ লড়াইয়ের শেষে গতকাল নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস