আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (Pranab Mukherjee) নতুন করে ফুসফুসের সংক্রমণের বিভিন্ন লক্ষণ দেখা দিয়েছে, ফলে শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তিনি এই মুহূর্তে ভেন্টিলেটরেই আছেন। আজ বুধবার আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের তরফে এমনটাই জানা গিয়েছে। চিকিত্সকদের একটি বিশেষ টিম তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন সবসময়।
গত ৯ অগাস্ট দিল্লির বাসভবনে পড়ে যাওয়ার পর মাথায় চোট নিয়ে সেনা হাসপাতালে ভর্তি হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (Pranab Mukherjee)। পরের দিন ১০ অগাস্ট তাঁর ব্রেনের অস্ত্রোপচার হয়। এবং তাঁর রুটিন পরীক্ষা করতে গিয়ে রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ আসে।
প্রণব মুখার্জীর ছেলে অভিজিৎ মুখার্জি আজ সকালে টুইট করে লিখেছিলেন, “আপনাদের শুভ কামনায় এবং চিকিৎসকদের কঠোর প্রচেষ্টায় বাবা অবস্থা এখন স্থিতিশীল। গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এছাড়াও তিনি বলেন চিকিৎসায় তাঁর স্বাস্থের উন্নতি হচ্ছে। তাঁর দ্রুত আরোগ্যের কামনা করার জন্য সকলকে অনুরোধ জানাই।