Tuesday, March 2, 2021
Home দেশ Pranab Mukherjee: দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনা আক্রান্ত

Pranab Mukherjee: দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনা আক্রান্ত

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ এবার করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই খবর তিনি নিজেই টুইট করে জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, একটি জরুরী দরকারে হাসপাতালে গিয়েছিলেন। আর তখনই তাঁর করোনা পরীক্ষা হয়। এবং পরিক্ষার রিপোর্টে দেখা যায় করোনা পজিটিভ।

রিপোর্ট পাওয়ার পরেই গত এক সপ্তাহে যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এবং সবাই যাতে সেল্ফ আইসোলেশনে চলে যায় ও নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নেন, সে বিষয়েও অনুরোধ করেছেন তিনি।

টুইটটি দেখে নিন

Most Popular