Outlinebangla Digital Desk: দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই জোর কদমে চলছে টিকাকরণ প্রক্রিয়া। এর মধ্যেই স্বাস্থ্যমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদেরও এবার থেকে কোভিড-১৯ টিকা দেওয়া হবে। তবে এর জন্য কো-উইন অ্যাপে নাম রেজিস্টার করতে হবে। নাম রেজিস্টার না করালে অন্যভাবে টিকা পাবেন না বিদেশি নাগরিকরা।
ভারতের হাতে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন ছাড়াও রয়েছে আরও তিনটি ভ্যাকসিন। সদ্যই ডোজেসর টিকা জনসন অ্যান্ড জনসনকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে ৫২ কোটি ৮৬ লক্ষ ৬৪ হাজার ৭৫৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। দৈনিক ৫০ লক্ষ মানুষকে কোভিড-১৯ এর টিকা দেওয়া হচ্ছে।যদিও কিছু রাজ্য টিকার অভাব নিয়ে অভিযোগ জানিয়েছে, তবুও কেন্দ্রীয় সরকার তা মানতে নারাজ।