Friday, March 24, 2023

প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন মোদী

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) সঙ্গে প্রথমবার কথপকথন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। গতকাল অর্থাৎ সোমবার একথা নিজেই টুইট করে জনালেন স্বয়ং নরেন্দ্র মোদি (Narendra Modi)। এর আগে বাইডেন নির্বাচনে জয়ী হওয়ার পর টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। তবে এই প্রথমবার জো বাইডেনের (Joe Biden) সঙ্গে কথাপোকথন হল মোদীর।

প্রধানমন্ত্রী টুইট করে জানান, দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ককে সুদৃঢ় করার জন্য একযোগে প্রস্তুত জো বাইডেনের (Joe Biden) সরকার। এছাড়াও ইন্দো-প্যাসিফিক ও অন্যান্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বিষয়েও কথা হয়েছে। এবং তাঁদের কথপকথনে জলবায়ুর পরিবর্তনের বিষয়েও আলোচনা হয়েছে। প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তন রোখার জন্য যে প্যারিস চুক্তি হয়েছে, তাতে অংশীদার হয়েছে আমেরিকা।

উল্লেখ্য, আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। বাইডেনের সাফল্যের জন্য ও তাঁর নয়া ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছি মোদী (Narendra Modi)। বলাচলে দুই রাষ্ট্রনেতা কথপকথনের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে মজবুত করার বিষয়েই জোর দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট