Friday, January 22, 2021
Home দেশের কচরা আগে শিক্ষকদের ও তাঁর পরিবারের টিকাকরণ, তারপরেই খুলবে স্কুল

আগে শিক্ষকদের ও তাঁর পরিবারের টিকাকরণ, তারপরেই খুলবে স্কুল

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ স্কুল খোলার পরেই করোনার ভাইরাসের নয়া প্রজাতির সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে ব্রিটেনে। ব্রিটেনের বরিস জনসন সরকার যে ভুল করেছে, আর সেই ভুল করতে চায় না কেন্দ্রীয় সরকার। এ-কারনেই এই মুহূর্তে স্কুল খোলার কথা ভাবছে না কেন্দ্রীয় সরকার।

আজ বুধবার নীতি আয়োগের সদস্য ভি কে পল জানিয়েছেন, স্কুল খোলার আগে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের করোনার ভ্যাকসিন নিতে হবে। এবং তাঁদের পরিবারের সদস্যদেরও ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়াও তিনি জানান, ১২ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হবে, কিন্তু এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং তারপরই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ১৩ জানুয়ারি থেকে ভ্যাকসিন শুরু হবে বলে জানিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্যসচিব। প্রথম সারিতে ভ্যাকসিন দেওয়া হবে, চিকিৎসক, নার্স, পুলিশ সহ করোনা বিরুদ্ধে যারা লাগাতার লড়ে যাচ্ছেন সেই সমস্ত জীবিকার মানুষদের।

Most Popular