নিজস্ব সংবাদদাতা, সাঁইথিয়া:সাঁইথিয়া সাব-স্টেশনে অগ্নিকাণ্ড, শর্ট সার্কিট এর ফলেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। সাঁইথিয়া সাব-স্টেশনে অগ্নিকাণ্ড। স্থানীয় দের থেকে জানা যাচ্ছে বিকাল তিনটে নাগাদ হঠাৎই আগুন ধরে যায় সাব-স্টেশনে। সাথে কালো ধোঁয়া তে ভরে যায় এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা।
আগুনের কারণে সাব স্টেশনে থাকা ট্রান্সমিটারে বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দেখুন ভিডিও-