অবশেষে ভক্তদের মা তারার গর্ভগৃহে প্রবেশের ছাড়পত্র দিল মন্দির কমিটির

রিন্টু পাঁজা, তারাপীঠ: করোনা ভাইরাসের জেরে দীর্ঘ তিন মাস মন্দির বন্ধের পরে সরকারি নির্দেশিকা মেনে খুলেছিল তারাপীঠ মন্দির। উল্লেখ্য, বীরভূম জেলা সহ পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস উদ্ধোমূখী হাওয়ায় গত ১আগস্ট থেকে ২০ আগস্ট অর্থাৎ কৌশিকী অমাবস্যা পর্যন্ত তারাপীঠ মন্দির বন্ধ ছিল।

পরে মন্দির কমিটির মিটিং করে সিধান্ত নেয় মন্দির খোলার। সেই মত ২৪ শে আগস্ট থেকে মন্দির খুলে দেওয়া হয় ভক্তদের জন্য, তবে বলা হয়েছিল সরকারি বিধি নিষেধ মেনে মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। মন্দির কমিটির পক্ষ থেকে সিধান্ত নেওয়া হয় যে মা তারা গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিতে পারবেন না ভক্তরা, আলতা সিঁদুর মা তারার চরণে ঢালা যাবে না। এই সংক্রান্ত আরও কিছু সিদ্ধান্ত নিয়েছিল মন্দির কমিটি।

তবে আজ তারাপীঠ মন্দির কমিটি ও তারামাতা সেবায়েত সংঘ সিধান্ত নেয় যে আজ থেকে মা তারার গর্ভগৃহে ভক্তরা প্রবেশ করে পুজো দিতে পারবেন। তবে সে পুরোহিত ও ভক্তদের এখন কিছু সরকারি সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস