আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রের বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। কৃষকরা তাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কেও জানালেন।জানা গেছে, মে মাসে কৃষকরা পায়ে হেঁটে সংসদ অভিযান করবেন।
কৃষক নেতা গুরনাম লিং চাদুনি বলেন,এই অভিযানে কৃষকদের পাশাপাশি থাকবে মহিলা, দলিত, আদিবাসী, বেকার যুবক যুবতী। সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছেন, মিছিল হবে শান্তিপূর্ণ। প্রতিবাদী কৃষকরা গাড়ি করে দিল্লির সীমানায় এসে জমায়েত হবেন এবং তারপর পায়ে হেঁটে মিছিল রাজধানীতে ঢুকবে। তবে মে মাসের কত তারিখে মিছিল হবে সেই বিষয়ে এখনও কিছু ঠিক হয়নি।
কৃষকদের সংসদ অভিযানে পুলিশ যদি বাঁধা সৃষ্টি করে সেক্ষেত্রে একটি কমিটি গঠন করার পরিকল্পনাও করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে নজর দেওয়া হবে বলে তিনি জানান। অন্যদিকে আর এক কৃষক নেতা জানিয়েছেন, তারা ১০ ই এপ্রিল কেএমপি এক্সপ্রেসওয়েতে ২৪ ঘণ্টা অবরোধ করার সিদ্ধান্ত নেন। এর পাশাপাশি এই আন্দোলন চলাকালীন যে সব কৃষকরা আন্দোলনের জন্য মৃত্যুবরণ করেছেন তাদের শ্রদ্ধা জানানোর জন্য একটি অনুষ্ঠান করা হবে বলে ঠিক হয়েছে ।