আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনকে আরও জোরদার করতে কৃষক সংগঠনগুলি একজোট হয়ে এবার দেশজুড়ে চার ঘণ্টার জন্য ‘রেল রোকো’ (Rail Roko) কর্মসূচি পালন করবে। এই কর্মসূচী পালন হবে আগামী ১৮ ফেব্রুয়ারি, দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
এই বিষয়ে সংযুক্ত কিষাণ মোর্চার (Samyukta Kisan Morcha) পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজস্থানে (Rajasthan) কোন টোল প্লাজা থেকে টোল সংগ্রহ করতে দেওয়া হবে না। সাথে সাথে জানানো হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি, দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দেশজুড়ে চার ঘণ্টার জন্য ‘রেল রোকো’ (Rail Roko) কর্মসূচি পালন করবে।
কৃষক সংগঠন গুলি আন্দোলনকে আরও জোরদার করতে আগামী ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় শহিদ জওয়ানদের উদ্দেশে মোমবাতি মিছিল করবে বলে জানিয়েছে কৃষকরা। এছাড়াও আগামী ১৬ ফেব্রুয়ারি কৃষক নেতা ছোটু রামের জন্মবার্ষিকীতে প্রত্যেক কৃষক সংগঠন গুলি বিশেষ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।