আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, তাঁর স্বামী নিসপাল রানে ও রঞ্জিত মল্লিকের পুর পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন, গতকাল এই খবর অভিনেত্রী নিজেই টুইট করে জানিয়েছেন।
জানা গিয়েছিল গত কয়েকদিন ধরেই রঞ্জিত মল্লিক ও তাঁর কন্য কোয়েল মল্লিক শারীরিক ভাবে অসুস্থ বোধ করছিলেন। এই কারনে মল্লিক পরিবারের সকল সদস্যরা নমুনা পরিক্ষা করায়। এবং রিপোর্টে করোনা পজিটিভ আসে।
Baba Ma Rane & I are tested COVID-19 Positive…self quarantined!
— Koel Mallick (@YourKoel) July 10, 2020
এই খবর প্রকাশ্যে আসতেই টলিউডের সেলেব থেকে শুরু করে অভিনেত্রির ভক্তরা মল্লিক পরিবারের জন্য আরোগ্য কামনা করেন। এবং টলিউড সেলেব থেকে ভক্ত মল্লিক পরিবারের সকলের সুস্থতা কামনা করে টুইট করেন অভিনেত্রিকে। অনেকে অভিনেত্রী কয়েলের ছোট্ট শিশুটিকে সাবধানে রাখার পরামর্শ দিয়েছেন।
Plz take care..wishing you all a speedy recovery..🤗
— Abir Chatterjee (@itsmeabir) July 10, 2020
Get well soon and stay strong, koel. 🦋
— Manjima (@flowerforthesun) July 10, 2020
Stay strong and take care of yourself and your baby 🦋
— pooja 🦋💫 (@sunkissflower) July 10, 2020
Praying for speedy recovery 🙏🏻🙏🏻
— subhashree ganguly (@subhashreesotwe) July 10, 2020
@YourKoel ma’am, pls take care. Wish you and the entire family the speediest recovery. Stay blessed
— Anshuman Pratyush (@a_pratyush) July 10, 2020
তোমার বাচ্চা টা কে সাবধানে রেখো
— Ershad Miah (PFC) (@PfcMiah) July 10, 2020