Sunday, March 26, 2023

অভিনেত্রী কোয়েলের আরোগ্য কামনায় সেলেব থেকে ভক্তদের একাধিক টুইট

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, তাঁর স্বামী নিসপাল রানে ও রঞ্জিত মল্লিকের পুর পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন, গতকাল এই খবর অভিনেত্রী নিজেই টুইট করে জানিয়েছেন।

জানা গিয়েছিল গত কয়েকদিন ধরেই রঞ্জিত মল্লিক ও তাঁর কন্য কোয়েল মল্লিক শারীরিক ভাবে অসুস্থ বোধ করছিলেন। এই কারনে মল্লিক পরিবারের সকল সদস্যরা নমুনা পরিক্ষা করায়। এবং রিপোর্টে করোনা পজিটিভ আসে।

এই খবর প্রকাশ্যে আসতেই টলিউডের সেলেব থেকে শুরু করে অভিনেত্রির ভক্তরা মল্লিক পরিবারের জন্য আরোগ্য কামনা করেন। এবং টলিউড সেলেব থেকে ভক্ত মল্লিক পরিবারের সকলের সুস্থতা কামনা করে টুইট করেন অভিনেত্রিকে। অনেকে অভিনেত্রী কয়েলের ছোট্ট শিশুটিকে সাবধানে রাখার পরামর্শ দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট