Homeসমসাময়িকFacebook: শীঘ্রই নাম বদলাচ্ছে ফেসবুকের! নতুন পরিচয় কী? জানুন

Facebook: শীঘ্রই নাম বদলাচ্ছে ফেসবুকের! নতুন পরিচয় কী? জানুন

Outlinebangla Digital Desk: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের (Facebook) নাম পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তন আসতে পারে আগামী সপ্তাহের মধ্যেই। নিশ্চয় মনে প্রশ্ন জাগছে নতুন নাম কি হবে? তার উত্তর আপাতত নেই। দ্য ভার্জ জানিয়েছেন, প্রতিবছর ফেসবুকের সমস্ত কর্মীদের নিয়ে ‘কানেক্ট’ নামের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। যা চলতি বছর ২৮ অক্টোবর হওয়ার কথা। ওই দিনেই ফেসবুকের নতুন সংস্করণ এবং নতুন নাম প্রকাশ করবেন মার্ক জুকারবার্গ।

দ্য ভার্জের রিপোর্টে বলা হয়েছে, ফেসবুক যে শুধু একটি নেটমাধ্যম সংস্থা নয়, তা বোঝাতেই হয়তো এই নামবদল। ভবিষ্যতে ফেসবুক সংস্থা নানা ধরনের পরিষেবার দিকে এগিয়ে যেতে চাইছে। সুত্রের খবর, ফেসবুক নেটমাধ্যম সংস্থা থেকে ‘মেটাভার্স’ সংস্থা হতে এখনও বেশ কয়েক বছর সময় লাগবে। তবে নাম বদলই প্রথম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

মেটাভার্স বলতে বোঝায় একটি ভার্চ্যুয়াল জগৎ কে। ইন্টারনেটের মাধ্যমেই সমস্ত মানুষ এই জগতের সঙ্গে যুক্ত হতে পারবেন। এবং এই জগৎ-হল বাস্তবতার সঙ্গে ডিজিটাল সংমিশ্রণ। এই মুহূর্তে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের থেকে অনেক বেশি আকর্ষণীয় এই নয়া জগৎ।

এই মুহূর্তে