Monday, March 27, 2023

একটাই ভুল করেছিলেন সুশান্ত, বিস্ফোরক টুইট কঙ্গনা রানাওয়াতের !

আউটলাইন বাংলা ডেস্ক: দুদিন আগেই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর জন্মদিন ছিল, সেদিন একটি টুইট করে কঙ্গনা লিখেছিলেন, “প্রিয় সুশান্ত, মুভি মাফিয়ারা তোমায় নিষিদ্ধ করল। তোমায় নিয়ে মজা করল। সোশ্যাল মিডিয়া তুমি একাধিকবার সাহায্য চেয়েছ। আমার অনুতাপ হয় তোমায় সহায়তা না করতে পেরে। তোমায় জন্মদিনের শুভেচ্ছা”

এরপর সম্প্রতি একটি টুইটে কঙ্গনা রানাওয়াত দাবি করেন। “সুশান্ত সিং রাজপুত একটাই ভুল করেছিলেন। তিনি নিজে কেমন কাজ করেন, তা জানতে অন্য কোনও ব্যক্তি বা জ্যুরির থেকে বৈধতা ঘোষণার প্রয়োজন ছিল না।’’টুইটে অভিনেত্রী লিখছেন, নিজের মূল্য নির্ধারণ করার ক্ষমতা সুশান্ত তুলে দিয়েছিল অন্যদের হাতে। ও নিজে আসলে কে ছিল, সেটাই ঠিক করতে দিয়েছিল অন্যদের।

কঙ্গনা আরও বলেছেন, অন্যরা ভালোবাসে না বলে অনেকেই নিজেকে ঘৃণা করতে শুরু করে দেয়। কিন্তু সেই ভুলটা আর করবেন না। কঙ্গনা সকলকে নিজেকে ভালোবাসার পরামর্শ দিয়েছেন। নিজের মূল্য নির্ধারণ করার ক্ষমতা অন্যদের হাতে তুলে দেওয়ার পরিপন্থী তিনি নন। শেষে তাই তিনি নিজেকে ধন্যবাদ দিয়েছেন, এবং বলেছেন তিনি জানেন তিনি কে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট