আউটলাইন বাংলা ডেস্ক: ফের ফিরে এসেছে করোনার প্রকোপ। কেরল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এর প্রভাব নাকি আরও বেশি। বারবার কেন করোনা মহামারী ফিরে আসছে? বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ হল বিয়ে বাড়ি।
বিশেষজ্ঞদের দাবী, বিয়েবাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই করোনার সতর্কতা নিয়ম মানছে না। ঠিকভাবে মাস্ক পরতেও দেখা যাচ্ছে না। মাস্ক হয় গলায় ঝুলছে বা ব্যাগে থাকছে। শুধু যে বিয়ে বাড়ি তা নয়। সমস্ত অনুষ্ঠান বাড়িতে কমবেশি এই ঘটনা ঘটছে। এর ফলে করোনার ঝুঁকি অনেকটাই বাড়ছে।
গত শুক্রবার ২৪ ঘণ্টায় ৪০,০০০ নতুন করনা আক্রান্তের খবর পাওয়া গেছে। ২০২০ এর নভেম্বরের পর একদিনে এত বেশি করোনা আক্রান্ত হয়নি। কিন্তু ২০২১ পড়তেই করোনা আক্রান্তের সংখ্যা আবার লাফিয়ে বাড়ছে। এর ফলে কিছু জায়গা কন্টেনমেন্ট জোন করা হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে চিকিৎসক থেকে প্রধানমন্ত্রী সবাই খুবই চিন্তিত।