Friday, March 31, 2023

Nalhati: প্রাক্তন ছাত্রদের উদ্যোগে বৃক্ষরোপণ

আউটলাইন বাংলা ডেস্কঃ নলহাটি হরিপ্রসাদ হাই স্কুলের কিছু প্রাক্তন ছাত্রদের উদ্যোগে বাস্তবায়িত হল বৃক্ষরোপণ অনুষ্ঠান। আজ ২৩ অগাস্ট রবিবার নলহাটি হরিপ্রসাদ হাই স্কুলের কিছু প্রাক্তন ছাত্র ছারাগাছ সহ প্রয়োজনীয় উপকরন নিয়ে উপস্থিত হন নলহাটি হরিপ্রসাদ হাই স্কুলের নতুন ভবনের মাঠে। সেখানেই তারা বৃক্ষ রোপণ করেন। গাছগুলি নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, ছারাগাছ কিছুদিন রক্ষনাবেক্ষন করা হবে বলেও জানা গেছে।

plantation program at nalhati
ছবি- রজত ঘোষ, নালহাটী

আজ হাইস্কুল ফুটবল ময়দান ঘিরে একাধিক গাছ লাগানো হলো কিছুদিন আগেই এই মাঠের একটি বহু পুরনো গাছ ঝড়ে পড়ে যাওয়ায় প্রত্যেকে দুঃখ পেয়েছিলেন। তারই স্মৃতির উদ্দেশ্যে একাধিক বৃক্ষরোপণ করা হলো। দেবদারু, মেহেগনি ছারাও আর অন্যান্য কিছু গাছ লাগানো হয়েছে বলে সদস্য রা জানিয়েছেন।

program at nalhati
ছবি- রজত ঘোষ, নালহাটী

এবার আম্ফান এর কারনে বহু পুরনো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় অবস্থা প্রাই একই রকম, এই অবস্থাতে কোথাও সরকারি উদ্যোগে কোথাও বা সাধরন সচেতন মানুষদের উদ্যোগে বৃক্ষ রোপণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে নলহাটি হরিপ্রসাদ হাই স্কুলের প্রাক্তন ছাত্রের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচী নিঃসন্দেহে প্রসংশনীয়।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট