Friday, March 31, 2023

করোনা মোকাবিলায় এবার ভারতের পাশে ইউরোপীয় ইউনিয়নের ব্যাংক

Outlinebangla Digital Desk: সারা দেশজুড়ে অব্যাহত করোনার থাবা। ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে সংক্রমণের গ্রাফ।রোজ রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। করোনা মোকাবিলায় আমেরিকা,রাশিয়া, বাংলাদেশ সহ বহু দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। কেউ পাঠিয়েছে অক্সিজেন, কেউ বা পাঠিয়েছে ভ্যাকসিন। এছাড়া চিকিৎসার নানা সরঞ্জামও ভারতে পাঠাচ্ছে। এবার এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

সারা বিশ্বে করোনা সংকটে ভারত পাশে ছিল। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, এবার ভারতের সংকটে ইউরোপীয় ইউনিয়নের ব্যাংক ‘European Investment Bank’ ভারতকে ২ লক্ষ ৫০ হাজার ইউরো আর্থিক মদত দেওয়ার কথা ঘোষণা করেছে। এই অনুদানের টাকা Unicef Luxembourg, Red Cross International & Malteser International নামের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ব্যবহার করা হবে।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪,০১,০৭৮ জন। আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪১৮৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩,১৮,৬০৯ জন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট