আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা আজই। সুত্রের খবর অনুযায়ী, আজ বিকাল ৪টের পর দিনক্ষণ সম্পর্কিত বিস্তারিত জানাবে নির্বাচন কমিশন (Election Commision)।
শুরুতেই জল্পনা ছিল ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে। মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। অসমের জনসভা থেকে এমনই ইঙ্গিত দিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু নির্বাচনের দিনক্ষণ নিয়ে আর অপেক্ষা না। আজই ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ। পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি, কেরল, তামিলনাড়ুর দিন ঘোষণা হবে পারে আজই।
Election Commission of India to hold a press conference at 4:30 pm today. pic.twitter.com/3k2Lm93hP8
— ANI (@ANI) February 26, 2021
প্রসঙ্গত, গত বুধবারই রাজ্যে এসেছে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন, এবং গত বৃহস্পতিবার সমস্ত জেলার এসপি এবং ডিএমদের নিয়ে বৈঠক করেছেন তিনি। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গ ২৯৪টি বিধানসভা আসনে ভোট, অসমে ১২৬টি বিধানসভা আসনে ভোট, তামিলনাড়ুতে ২৩৪টি বিধানসভা আসনে ভোট ও কেরলে ১৪০টি বিধানসভা আসনে ভোট হবে। সব মিলিয়ে ২০২১ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়ে চলেছে।