Outlinebangla Digital Desk: পুজোর আগেই রাজ্যে ভোটের বাদ্যি বেজে গিয়েছে (West Bengal By-Election)। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন সহ জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট হচ্ছে। এবং বাকি চার কেন্দ্র অর্থাৎ গোসবা, শান্তিপুর, দিনহাটা এবং খড়দহে উপনির্বাচন পুজোর পর৷ ওই চার কেন্দ্রে ভোট হবে ৩০ অক্টোবর। ভোট গণনা হবে ২ নভেম্বর।
এদিকে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। গত রবিবার ছিল ভবানীপুর কেন্দ্রে শেষ ভোট প্রচার। ফলে রাজনৈতিক দল গুলি নিজেদের মত করে প্রচার শেষ করেছে। আসন্ন নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে লড়ছেন বিজেপি (BJP) প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এবং বামেদের হয়ে লড়ছেন শ্রীজিব বিশ্বাস।