আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে চলেছে ভোট গ্রহণ। ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯১৬। বাংলায় ৮ দফায় ভোটগ্রহণ।
Bengal to see 8-phase elections. 1st phase of polling on Mar 27, second phase of polling on Apr 1, third phase of polling on Apr 6, fourth phase of polling on Apr 10, fifth phase of polling on Apr 17, sixth phase polling on Apr 22, seventh phase-Apr 26, final phase polling-Apr 29 pic.twitter.com/F5UQDcPUpW
— ANI (@ANI) February 26, 2021
পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩০টি আসনে ভোটগ্রহণ ২৭ মার্চ। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর (১), পূর্ব মেদিনীপুর(১)
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। ভোট হবে-পশ্চিম মেদিনীপুর (২), পূর্ব মেদিনীপুর (২), দক্ষিণ ২৪ পরগনা(১)।
তৃতীয় দফায় ৩১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণ। ভোট হবে-বাঁকুড়া পার্ট টু, পূর্ব মেদিনীপুর পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ওয়ান।
চতুর্থ দফায় ৪৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। চতুর্থ দফায় ভোটগ্রহণ ৯ এপ্রিল। ভোট হবে-হাওড়া পার্ট ২ , হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ার।
পঞ্চম দফায় ৪৫ টি আসনে ভোটগ্রহণ, পঞ্চম দফায় ভোটগ্রহণ ১৭ এপ্রিল-উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি।
ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ ২২ এপ্রিল। ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ। ভোট হবে-নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর।
সপ্তম দফায় ৩৬টি বিধানসভা আসনে ভোট। সপ্তম দফায় ৩৬টি আসনে ভোটগ্রহণ ২৬ এপ্রিল। ভোট হবে-মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর।
অষ্টম দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল। মালদা পার্ট ২। ভোট হবে-মুর্শিদাবাদ পার্ট ২, বীরভূম, কলকাতা উত্তর।
অসমে তিন দফায় ভোট। অসমে ২৭ মার্চ, ১ এপ্রিল এবং ৬ এপ্রিল ভোটগ্রহণ।
কেরলে একদফায় ভোট।কেরলে ১৪০টি বিধানসভা কেন্দ্রে ভোট ৬ এপ্রিল।
Assembly elections -Kerala goes to polls on 6th April; counting of votes on 2nd May: Sunil Arora, Chief Election Commissioner pic.twitter.com/royFEoITo3
— ANI (@ANI) February 26, 2021
তামিলনাড়ুতে একদফায় ভোট।তামিলনাড়ুতে ২৩৪ আসনে বিধানসভা ভোট ৬ এপ্রিল।
Tamil Nadu assembly elections to be held in a single phase on 6th April; counting of votes on 2nd May: Chief Election Commissioner
— ANI (@ANI) February 26, 2021
পুদুচেরিতে ৩০টি বিধানসভা আসনে ভোট একদফায়।
Assam assembly elections to be held in 3 phases- 1st phase of polling- 27th March, second phase polling-1st April and third phase of polling-6th April; Date of counting 2nd May: CEC pic.twitter.com/hNPwXXenzr
— ANI (@ANI) February 26, 2021
Term of Assam assembly up to 31st May, no. of assembly seats 126, SC-8, ST-16; Term of Tamil Nadu- May24, no. of seats 234, SC-44, ST -2; Term of WB assembly till May30, seats 294, SC-68, ST-16; Kerala assembly-1 June, seats-140, SC- 14, ST-2; Puducherry seats-30 SC-5, ST-nil:CEC
— ANI (@ANI) February 26, 2021
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে ভোটদানের সময় একঘণ্টা বাড়ানো হচ্ছে। এবং আসন্ন নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২ মে।