Wednesday, March 22, 2023

পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহণ, জেনে নিন দিনক্ষণ

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে চলেছে ভোট গ্রহণ। ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯১৬। বাংলায় ৮ দফায় ভোটগ্রহণ।

পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩০টি আসনে ভোটগ্রহণ ২৭ মার্চ। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর (১), পূর্ব মেদিনীপুর(১)

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। ভোট হবে-পশ্চিম মেদিনীপুর (২), পূর্ব মেদিনীপুর (২), দক্ষিণ ২৪ পরগনা(১)।

তৃতীয় দফায় ৩১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণ। ভোট হবে-বাঁকুড়া পার্ট টু, পূর্ব মেদিনীপুর পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ওয়ান।

চতুর্থ দফায় ৪৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। চতুর্থ দফায় ভোটগ্রহণ ৯ এপ্রিল। ভোট হবে-হাওড়া পার্ট ২ , হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ার।

পঞ্চম দফায় ৪৫ টি আসনে ভোটগ্রহণ, পঞ্চম দফায় ভোটগ্রহণ ১৭ এপ্রিল-উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি।

ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ ২২ এপ্রিল। ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ। ভোট হবে-নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর।

সপ্তম দফায় ৩৬টি বিধানসভা আসনে ভোট। সপ্তম দফায় ৩৬টি আসনে ভোটগ্রহণ ২৬ এপ্রিল। ভোট হবে-মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর।

অষ্টম দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল। মালদা পার্ট ২। ভোট হবে-মুর্শিদাবাদ পার্ট ২, বীরভূম, কলকাতা উত্তর।
অসমে তিন দফায় ভোট। অসমে ২৭ মার্চ, ১ এপ্রিল এবং ৬ এপ্রিল ভোটগ্রহণ।

কেরলে একদফায় ভোট।কেরলে ১৪০টি বিধানসভা কেন্দ্রে ভোট ৬ এপ্রিল।

তামিলনাড়ুতে একদফায় ভোট।তামিলনাড়ুতে ২৩৪ আসনে বিধানসভা ভোট ৬ এপ্রিল।

পুদুচেরিতে ৩০টি বিধানসভা আসনে ভোট একদফায়।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে ভোটদানের সময় একঘণ্টা বাড়ানো হচ্ছে। এবং আসন্ন নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২ মে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট