উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল, বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

আউটলাইন বাংলা ডেস্কঃ উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি বাতিল করা হল। আজ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনার সংক্রমণের জেরে স্থগিত রাখা হয়েছিল উচ্চমাধ্যমিকের বাকি পরিক্ষা গুলি, তবে লকডাউন শিথিল হওয়ার পরে নতুন সূচি প্রকাশ করা হয়, এবং জানানো হয় ২,৬ এবং ৮ জুলাই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা নেওয়া হবে। কিন্তু ফের ২, ৬ ও ৮ জুলাইয়ের পরীক্ষা বাতিল করল রাজ্য। পরিক্ষা বাতিল হওয়ায় কীভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে তার একটি ইঙ্গিত দেওয়া হয়েছে।

অনেকদিন থেকেই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা গুলি নিয়ে চাপের মুখে ছিল শিক্ষা দপ্তর। অবশেষে এই সিদ্ধান্ত নেওয়া হল। বিশেষ নম্বর বিধি মেনে নম্বর দেওয়া হবে বলে জানা গেছে৷ সর্ব্বোচ্চ নম্বর ধরেই ছাত্র ছাত্রী দের মূল্যায়ন করা হবে। তবে যদি কেও সেই নম্বরে সন্তোষ্ট না হয় তাহলে সেক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। তবে সবটাই নির্ভর করছে পারিপার্শ্বিক পরিস্থিতির উপর। এমনটাই জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস