আউটলাইন বাংলা ডেস্কঃ করোনার জেরে দেশ জুড়ে লকডাউন পর্ব থেকেই বন্ধ রয়েছে লোকাল ট্রেন। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনে এলেও চালু হয়নি রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা। তবে এবার পুজোর আগেই রাজ্যে লোকাল ট্রেন চালানোর দাবি নিয়ে রাজ্যকে চিঠি দিল রেল কর্তৃপক্ষ। গতকাল অর্থাৎ বুধবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার রাজ্যের ডেপুটি চিফ সেক্রেটারিকে জানিয়েছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকেই লোকাল ট্রেন চালানোর দাবি জোরালো হচ্ছে।
এমন পরিস্থিতিতে রাজ্যের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠি দিল পূর্ব রেলওয়ের অতিরিক্ত জেনারেল ম্যানেজার। লোকাল ট্রেন চালু না হওয়াই রেলের ক্ষতির পরিমান আকাশ ছোঁয়া। শিয়ালদহ ও হাওড়ার লোকাল ট্রেনের সংখ্যা ১৩৮৭ টি। এর মধ্যে শিয়ালদহ লোকাল ট্রেনের সংখ্যা ৯২৭ ও হাওড়ায় লোকাল ট্রেনের সংখ্যা ৪৬০টি।
চলতি বছরে করোনার জেরে মার্চ থেকে ট্রেন পরিষেবা চালু না হওয়াই আয় একেবারে শূন্য। তবে ব্যবসায়ী মানুষেরাও ব্যপক ক্ষতির সম্মুখীন হচ্ছে ট্রেন পরিষেবা চালু না হওয়াই। চলতি সপ্তাহেই একাধিক স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের দাবি, খুব দ্রুত লোকাল ট্রেন চালু করতে হবে।