আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আগামী ৩০ বছর অর্থাৎ ২০৫০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার চারজনের মধ্যে একজনের কানের সমস্যা হবে। এমনকি কানে শুনতেও পাবে না। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) থেকে এই সতর্কবার্তা দিয়েছে। গোটা বিশ্বজুড়ে কানের সমস্যা বাড়ছে। প্রতি বাড়িতেই অনেকে কানের সমস্যায় ভুগছে। এখন থেকে এই বিষয়ে সাবধান না হলে পরে আরও বিপদ বাড়তে পারে।
এই সমস্যার কারণগুলি উল্লেখ করেছে WHO। WHO জানিয়েছে,রোগের পার্শ্বক্রিয়া,জন্মগত সমস্যা এইগুলোর পাশাপাশি জীবনযাত্রার কারণে কানের সমস্যা বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে, “সমস্যা মোকাবিলায় পদক্ষেপ করতে ব্যর্থ হলে, পরিণতি আরও ভয়ঙ্কর হবে। মানুষের স্বাস্থ্য ও সুখের উপরও প্রভাব ফেলবে।

এছাড়াও তাদের পড়াশোনা, চাকরি এবং যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হতে হবে। যার ফলে আর্থিক ক্ষতি পর্যন্ত হতে পারে। বড় সংকট আসছে সামনে।” WHO সমস্যাগুলির পরিমাপের জন্য ও তা নির্মূল করার জন্য প্যাকেজ প্রস্তাব করেছে। ২০১৯ সালে কানের সমস্যায় ভুগছিল ১.৬ বিলিয়ন লোক। ২০৫০ সালে তা বেড়ে ২.৫ বিলিয়ন হবার সম্ভাবনা রয়েছে।