ধোনির জন্মদিন আসন্ন, ডোয়াইন ব্রাভো ধোনিকে আগাম শুভেচ্ছা জানাতে ‘Number 7’ গানের টিজার প্রকাশ করেছেন

আউটলাইন বাংলা স্পোর্টস ডেস্কঃ আগামী ৭ জুলাই ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিনটা একটু অন্যভাবে, অন্যরুপে সেলিব্রেট করতে চান ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্র্যাভো। ৭ জুলাই নাম্বার সেভেন নামে একটা নতুন গান নিয়ে আসছেন ডিজে ব্র্য়াভো। সে জন্য এম এস ধোনিকে উত্সর্গীকৃত তার গানের একটি টিজার প্রকাশ করেছেন।

ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্র্যাভো টিজারে লিখেছেন, এমএস ধোনি নম্বর ৭, ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন। ২০১১ সালে বিশ্বকাজ জয়। প্রথম অধিনায়ক হিসেবে দেশের সমস্ত ট্রফি জয়। এখন সবাই হেলিকপ্টার সেলিব্রেশন করো।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ডোয়াইন ব্র্যাভোর চ্যাম্পিয়ন গান জনপ্রিয় হয়ে উঠেছিল। অনেকের মুখে মুখে এখনও চ্যাম্পিয়ন গান শুনতে পাওয়া যায়। আগামী ৭ জুলাই ৩৯ বছরে পা দিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি, তাই এবারে ধোনির জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য গান নিয়ে আসছেন ডোয়াইন ব্র্যাভো।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস