Outlinebangla: বাঙালির সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপুজো (Durga Puja 2022)। কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণের মধ্যে সবচেয়ে বড় পার্বণ দুর্গাপুজো। ষষ্ঠী থেকে দশমী পাঁচটি দিন দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠে আপামর বাঙালি। তবে,এখন আর পাঁচটি দিনে মোটেই সন্তুষ্ট নয় বাঙালি। দুর্গোৎসবের সেলিব্রেশন শুরু হয়ে যায় একেবারে মহালয়ার দিন থেকেই। চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক এই বছর ২০২২ সালে দুর্গাপুজোর নির্ঘণ্টে (Durga Puja 2022 Nirghanta)।
মহালয়া(Mahalaya): ০৮ আশ্বিন, (ইং ২৫ সেপ্টেম্বর) ২০২২ রবিবার।
মহাপঞ্চমী(Panchami): ১৩ আশ্বিন, (ইং ৩০ সেপ্টেম্বর) ২০২২ শুক্রবার।
মহাষষ্ঠী(Maha Shasthi): ১৪ আশ্বিন,( ইং ১ অক্টোবর) ২০২২ শনিবার।
মহাসপ্তমী(Maha Saptami): ১৫ আশ্বিন (ইং২ অক্টোবর) ২০২২ রবিবার।
মহাঅষ্টমী(Maha Astami): ১৬ আশ্বিন, (ইং ৩ অক্টোবর) ২০২২ সোমবার।
মহানবমী(Maha Nabami): ১৭ আশ্বিন, (ইং ৪ অক্টোবর) ২০২২ মঙ্গলবার।
বিজয়া দশমী(Bijoya Dashami): ১৮ আশ্বিন, (ইং ৫ অক্টোবর) ২০২২ বুধবার।
পঞ্চমী-ষষ্ঠী(Panchami-Shasthi)
পঞ্চমীর রাত পোহালেই মায়ের বোধন। পঞ্চমী প্রাতঃ ঘ ৬।২৪ পরে ষষ্ঠী শেষরাত্রি ঘ ৪।৪ পর্যন্ত। প্রাতঃ ঘ ৬।২৪ গতে দুর্গা ষষ্ঠী। দেবী দুর্গার ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস
মহাসপ্তমী(Maha Saptami)
সপ্তমী রাত্রি ৬। ২৩ পর্যন্ত। দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। রাত্রি ১১। ৩ গতে ১১। ৫১ মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা।
মহাষ্টমী(Maha Ashtami)
মহাষ্টমী অপরাহ্ণ ৪।০ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ৭।১ মধ্যে পুনঃ দিবা ৮।২৯ গতে পূর্বাহ্ণ মধ্যে)
দেবী দুর্গার মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাঅষ্টমী কল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। দিবা ঘ ৩।৩৬ গতে অপরাহ্ণ ৪।২৪ মধ্যে সন্ধিপূজা
মহানবমী(Maha Nabami)
মহানবমী দিবা ১। ৩৪ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু বারবেলানুরোধে দিবা ৭।১ মধ্যে পুনঃ দিবা ৮।৩০ গতে পূর্বাহ্ণ মধ্যে) দেবী দুর্গার কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত।
বিজয় দশমী(Bijaya Dashami)
দশমী দিবা ১১। ১১ পর্যন্ত। দিবা ৮।৩০ মধ্যে দেবী দুর্গার দশমীবিহিত পূজা সমাপনাস্তে বিসর্জন প্রশস্তা। কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা।
আরও পড়ুনঃ আর্থিক কষ্ট থেকে মুক্তি দিতে পারে পান পাতা! সাফল্য পেতে এই টোটকা প্রয়োগ করুন