Outlinebangla Digital Desk: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরই শুরু হয়ে যাবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা (Durga Puja)। করোনা কালে দুর্গোৎসবে কিছুটা ভাটা পড়লেও, মহালয়া থেকে আনন্দে আত্মহারা সকলেই। এবারে মা দুর্গা আসছেন ঘোটকে, এবং যাবেন দোলায় চড়ে। আশ্বিন মাসে মহালয়ার দিন থেকেই দুর্গা পুজোর উৎসব পালিত হয় (Durga Puja Celebrations 2021)। যদিও প্রকৃত অর্থে, দুর্গোৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। আমরা সকলেই জানি দুর্গা পুজোর পাঁচ দিন অর্থাৎ মহাষষ্ঠী (Maha Shashthi), মহাসপ্তমী (Maha Saptami), মহাঅষ্টমী (Maha Ashtami), মহানবমী (Maha Navami) এবং বিজয়া দশমী (Bijaya Dasami) হিসাবে পরিচিত। আসুন জেনে নিন ষষ্ঠী থেকে দশমী পুজোর মাহাত্ম্য।
মহাষষ্ঠী ১১ অক্টোবর (সোমবার) (Maha Shashthi)- পৌরাণিক মতে এই দিনে মা দুর্গা তাঁর সন্তান অর্থাৎ সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং কার্তিককে নিয়ে মর্তে অবতরণ করেন। ষষ্ঠীর দিন সকালে দেবীর বোধন। এবং বোধন শেষ হলে, সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের অনুষ্ঠান।
মহাসপ্তমী ১২ অক্টোবর (মঙ্গলবার) (Maha Saptami)- ওই দিন সূর্য ওঠার আগে গঙ্গায় বা অন্য কোনো জলাশয়ে নবপত্রিকা স্নান করানো। সপ্তমীর দিন কলা গাছের সঙ্গে আরও ৮টি পাতা একসঙ্গে বেঁধে দেওয়া হয়। স্নানের পর একটি নতুন শাড়ি পরানো হয়। স্নানের পর দুর্গা মঞ্চে প্রতিস্থাপন করে শুরু হয় মহাসপ্তমীর পুজো।
মহাঅষ্টমী ১৩ অক্টোবর (বুধবার) (Maha Ashtami)- অষ্টমীর মাহাত্ম্য একবারে অন্যরকম হয়। এই দিন দেবী দুর্গার আরাধনায় মেতে উঠে ভক্তরা। এই দিন অঞ্জলি দেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় কুমারী পুজোর চল রয়েছে। এবং অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় শুরু হয় ‘সন্ধি পুজো’।
মহানবমী ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) (Maha Navami)- এই দিন দেবির মহা আরতি চলে। মহানবমীতে বিভিন্ন জায়গায় বলি প্রথার প্রচলন আছে। ছাগের পরিবর্তে লাউ, চালকুমরো, আখ দিয়ে বলি দেওয়া হয়। সন্ধি পুজোর পর ১০৮টি প্রদীপ জ্বালানো হয়।
বিজয়া দশমী ১৫ অক্টোবর (শুক্রবার) (Bijaya Dasami)- দুর্গোৎসবের শেষ দিন। এই দিন দেবী দুর্গাকে বরন করে সিঁদূর পরিয়ে, মিষ্টি মুখ করিয়ে, পরের বছরের জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় জানানো হয়।