Outlinebangla Desk: করোনা বিধি মেনেই আগামী শুক্রবার থেকে রাজ্যে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ক্ষমতায় এলে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করবেন। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন তৃণমূল সুপ্রিমো। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার থেকে প্রকল্পের কাজ শুরু হচ্ছে।
মঙ্গলবার খাদ্য ভবনে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শুক্রবার থেকে রাজ্য সরকারের পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের কাজ। রাজ্যের মোট ২৮ টি রেশন দোকান থেকে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে। এরপর এই প্রকল্প কতটা সাফল্য পেল তা নিয়ে আগামী সোমবার বৈঠকে আলোচনা হবে। তারপর আলোচনা অনুযায়ী নিয়মিত কাজ শুরু হবে।
করোনা পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে রেশন দিয়ে এলে সবাই উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে। সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে রেশন তুলতে হবে না। তবে ভৌগোলিক কারণের জন্য উত্তরবঙ্গের পাহাড়ি এবং দুর্গম এলাকা গুলিতে আপাতত এই প্রকল্প চালু হচ্ছে না।