আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: এবারে সরাসরি ভারতের নাম করে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি ভারত, রাশিয়া ও চিনে করোনায় কত মৃত্যু হয়েছে তা কেউ জানেনা। এই দেশগুলো তাদের করোনায় মৃত্যুর সঠিক হিসাব দিচ্ছেনা। মৃতের সংখ্যা জানতেই দিচ্ছেনা কাউকে।
এগিয়ে আসছে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নির্বাচনে তাঁর প্রধান প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক পার্টির জো বিডেন মুখোমুখি হলেন।
শুধু করোনা নয়, বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন চিন বাতাসে দূষণ ছড়িয়ে চলেছে। দূষণ ছড়াচ্ছে ভারত ও রাশিয়াও। ফের ভারত! জলবায়ু দূষণ নিয়েও ট্রাম্পের তোপ থেকে রেহাই পেল না ভারত।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম বৈশিষ্ট্য সামনাসামনি যুক্তির লড়াই। এবারে এই যুক্তি তর্কের আয়োজক ছিল ফক্স নিউজ। সেখানে ট্রাম্প এবং বিডেন একে অপরকে সরাসরি ও ব্যক্তিগত আক্রমণ করতেও বাকি রাখেননি। তবে ভারতের বিরুদ্ধেও ট্রাম্প কেন এতটা সোচ্চার তা পরিস্কার হচ্ছে না অনেকের কাছেই। যেখানে তার ভোটব্যাঙ্কে রয়েছেন ভারতীয়রাও।