আপনি কি ভবিষ্যৎ এর ইঙ্গিত পান ! তাহলে আপনার রয়েছে বিশেষ গুণ।

আউটলাইন বাংলা ডেস্ক: শুধুমাত্র দৈনন্দিন জীবনেই নয়, জীবনে চলার পথে অনেক সময়েই এমন হয় যে, আপনি আগে থেকেই বুঝতে পারেন আগামী দিনে কী ঘটবে। সহজ ভাষায় একে ‘ইনসটিংক্ট’বলা যেতে পারে। অনেক ক্ষেত্রে শুধু নিজের ব্যাপারেই নয়, অন্যের ব্যাপারেও হয়তো এমন কিছু বললেন, যা সেই ব্যক্তির জীবনে ফলে গেল।

জ্যোতিষি ছাড়া আগামী সম্পর্কে বলা বা বোঝা, সাধারণ মানুষের লক্ষ্য নয়। তবু অনেকেই এই বিরল গুণটির অধিকারী হয়ে পড়েন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, কোনও মানুষের মধ্যে নিম্নোক্ত ৫টি লক্ষ্মণ থাকলে তাঁকে এই বিশেষ গুণসম্পন্ন বলা যেতেই পারে।

১। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত প্রখর।
২। ভোর রাতে, প্রায় প্রতি দিনই আপনার ঘুম ভেঙে যায় কোনও কারণ ছাড়াই।
৩। এঁদের নিজেদের কোনও দুঃখ না থাকলেও, অন্যের দুঃখে বড় বেশি কাতর হয়ে পড়েন এঁরা।
৪। অনেক দিন ধরেই মনে মনে কিছু চাইছেন, যা প্রায় অসম্ভব। কিন্তু, হঠাৎই দেখলেন তা ধীরে ধীরে বাস্তবায়িত হতে শুরু করেছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস